ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রী সামার হাতেই শুরু আরিফের বাড়ির দেয়াল ভাঙার কাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
স্ত্রী সামার হাতেই শুরু আরিফের বাড়ির দেয়াল ভাঙার কাজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: রাস্তা প্রশস্ত করার স্বার্থে এবার সিলেট সিটি করপোরেশনের সাময়িক বহিষ্কৃত কারান্তরীণ মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার দেয়াল ভাঙার কাজ শুরু হয়েছে। এতে আরিফুল হক চৌধুরীর সহধর্মিনী সামা হক চৌধুরী নিজে উপস্থিত হয়ে, স্থানীয় কাউন্সিলর এবিএম জিল্লুর রহমানকে সঙ্গে নিয়ে হাতুড়ি দিয়ে নিজেদের দেয়াল ভেঙে এই কাজের সূচনা করেন।

 

মঙ্গলবার (০১ নভেম্বর) সকাল ১০টায় দেয়াল ভাঙার মধ্য দিয়ে কুমারপাড়া এলাকার রাস্তা প্রশস্ত করার কাজের উদ্বোধন করা হয়।

 

এসময় সামা হক চৌধুরী বলেন, সবার সম্মিলিত সহযোগিতা এবং আরিফুল হক চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় আম্বরখানা, চৌহাট্টা, রিকাবীবাজার, দরগামহল্লাসহ মহানগরীর বিভিন্ন সড়ক প্রশস্ত হয়েছে, যার সুফল এখনও পাচ্ছেন নগরবাসী।

তিনি বলেন, রাস্তা প্রশস্ত করার স্বার্থে যতোটুকু জায়গা প্রয়োজন তা দিতে আমরা প্রস্তুত। আমরা চাই, প্রধান প্রধান সড়কের পাশাপাশি পাড়া-মহল্লার রাস্তাও প্রশস্ত হোক।

রাস্তা প্রশস্ত করার কাজে কুমারপাড়াসহ মহানগরীর অন্য এলাকার বাসিন্দাদের আন্তরিকভাবে এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।

সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জল বাংলানিউজকে জানান, রাস্তা প্রশস্ত করার কাজে আরিফুল হক চৌধুরীর পরিবার যেভাবে স্বতঃফূর্তভাবে এগিয়ে এসেছেন, তা দেখে এলাকার অন্যরাও উৎসাহিত হবেন। প্রায় ৮৩ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে।

বর্তমানে রাস্তাটির প্রশস্ততা ১৪ ফুট রয়েছে জানিয়ে কাউন্সিলর বলেন, রাস্তাটি প্রশস্ত হওয়ার পর ১৭ ফুটে উন্নতি হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দু’টি গাড়ি অনায়াসে এ রাস্তা দিয়ে চলাচল করতে পারবে।

সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানায়, রাস্তা প্রশস্ত করার পর দেয়াল নির্মাণের পাশাপাশি এই প্রকল্পের আওতায় রাস্তাও সংস্কার করা হবে। আগামী দুই মাসের মধ্যেই এই প্রকল্পের কাজ বাস্তবায়িত হবে।

রাস্তা উদ্বোধনকালে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, কুমারপাড়ার বিশিষ্ট মুরব্বী আব্দুল কাইয়ুম, হাজী আবুল হোসেন হুমায়ুন, লুৎফুর রহমান, আব্দুল মান্নান দোলাল, সামস নওশাদ, সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুস সুবহান, আব্দুল মুকিত, খলিল উল্লাহ, ঠিকাদার কামাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এনইউ/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।