ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পাকিস্তানি নাগরিকসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
আশুলিয়ায় পাকিস্তানি নাগরিকসহ আটক ২

আশুলিয়া, সাভার: আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এস-২১ ও কে-২ নামে দুইটি গামেন্টর্স কারখানার ভবন অবৈধভাবে দখলের অভিযোগে পাকিস্তানি নাগরিকসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ নভেম্বর) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- এস ২১’র পাকিস্তানি নাগরিক ব্যবস্থাপনা পরিচালক আর্শদ মাফিয়া ও কে-২ ক্যাজুয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলানিউজকে জানান, এস-২১ ও কে-২ নামে দুইটি গামেন্টর্স কারখানার ভবন অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। প্রক‍ৃত মালিক জেসমিন হাসানের এমন অভিযোগে রাতে ওই কারখানায় তদন্ত করা হয়। এসময় তদন্তের সত্যতা পাওয়ায় এস-২১ এর পাকিস্তানি নাগরিক ব্যবস্থাপনা পরিচালক আর্শদ মাফিয়া ও কে-২ ক্যাজুয়াল লিমিটডের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমানকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।