আশুলিয়া, সাভার: আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এস-২১ ও কে-২ নামে দুইটি গামেন্টর্স কারখানার ভবন অবৈধভাবে দখলের অভিযোগে পাকিস্তানি নাগরিকসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০১ নভেম্বর) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলানিউজকে জানান, এস-২১ ও কে-২ নামে দুইটি গামেন্টর্স কারখানার ভবন অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। প্রকৃত মালিক জেসমিন হাসানের এমন অভিযোগে রাতে ওই কারখানায় তদন্ত করা হয়। এসময় তদন্তের সত্যতা পাওয়ায় এস-২১ এর পাকিস্তানি নাগরিক ব্যবস্থাপনা পরিচালক আর্শদ মাফিয়া ও কে-২ ক্যাজুয়াল লিমিটডের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমানকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এনটি