পিরোজপুর: পিরোজপুর পৌর শহরে খাদিজা বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০১ নভেম্বর) রাত ৯টায় পৌরসভার মাছিমপুর ধোপাবাড়ি এলাকা থেকে তার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্বামী হাফিজুর রহমানের সঙ্গে খাদিজার পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে সন্ধ্যায় খাদিজা আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ধোপাবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে হাফিজুর রহমান পলাতক রয়েছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বাংলানিউজকে জানান, খাদিজার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।
বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এনটি