জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে পরাজিত দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (০১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চরপাকেরদহ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী লাবলু মণ্ডল ও কামাল হোসেনের সমর্থকদের মধ্যে সংর্ঘষ বাধে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপদ মণ্ডল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এনটি