নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ফোকখালিতে লরিচাপায় সিএনজি চালিত অটোরিকশা যাত্রী লুৎফর হাসান (৩৫) নিহত ও একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (০১ নভেম্বর) দিবাগত রাতে সিএনজি চালিত অটোরিকশা কেন্দুয়া থেকে নেত্রকোনা আসার সময় পেছন থেকে লরিচাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লুৎফর দলপা ইউনিয়নের রমজান আলীর ছেলে। আহতদের মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, আটপাড়া উপজেলার টেঙ্গা গ্রামের শফিকুল আলম, তার স্ত্রী শিবলী আক্তার ও শাশুড়ি জুবেদা খাতুন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, লুৎফর লরিচাপায় ঘটনাস্থলেই মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
বিএস