নাটোর: নাটোরে অপহৃত যুবক শরীফ হোসেনসহ (১৭) ৮ অপহরণকারীকে মাদকসহ আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
মঙ্গলবার (০১ নভেম্বর) দিবাগত রাতে শহরের মহারাজা হাইস্কুলের পার্শ্বে বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও অপহৃত যুবককে উদ্ধার করা হয়।
রাত প্রায় ১টার দিকে র্যাব-৫ থেকে মোবাইলফোনে মেসেজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব-৫ নাটোরের কোম্পানি কমান্ডার ও অতিরিক্তি পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বুধবার (০২ নভেম্বর) সকাল ৯টায় প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
আটকদের র্যাব-৫ এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান মিজান।
বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
বিএস