ময়মনসিংহ: ময়মনসিংহের ব্রিজ এলাকায় বাস চাপায় মৌসুমী (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
মঙ্গলবার (০১ নভেম্বর) রাত পৌনে ৯ টার দিকে নগরীর ব্রিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে জানান, কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল আকন্দ।
তিনি জানান, ময়মনসিংহ থেকে মোটরসাইকেল যোগে ওই নারী স্বামীর সঙ্গে নেত্রকোণা যাচ্ছিলেন। ব্রিজ মোড় এলাকায় পৌছুলে মৌসুমী মোটরসাইকেল থেকে পড়ে যায়। এসময় তাকে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
বিএস