ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে বিয়ারসহ গ্রেফতার ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
কেরানীগঞ্জে বিয়ারসহ গ্রেফতার ২

কেরানীগঞ্জ, ঢাকা : কেরানীগঞ্জে ১৪৪ ক্যান বিয়ারসহ দুই যুবককে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

মঙ্গলবার ( ০১নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় ২য় বুড়িগঙ্গা সেতুর কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

যাদের গ্রেফতার করা হয়েছে- জুম্মন (২৬) ও পাভেল (২৮)।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দাসের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই)  সজল মাহমুদ এই অভিযান পরিচালনা করেন।

এসআই বিপুল চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বিয়ারসহ ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।  

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।