কেরানীগঞ্জ, ঢাকা: দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশ্রাফ আলী চৌধুরী জানান, দুপুরে আব্দুল্লাহপুর এলাকায় মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরো জানান, রাতে কোনো গাড়ির চাপায় তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসআই