রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টিগোপালপুর শালবাগান থেকে মো. রনি মিয়া (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০২ নভেম্বর) মরদেহটি উদ্ধার করা হয়।
রংপুরের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মো. সাইফুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রনিকে গলায় গামছা পেচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, কিশোর রনিকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তবে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে, হত্যার রহস্য খুব শীঘ্রই উদঘাটন করা হবে বলে জানান সাইফুর রহমান ।
বাংলাদেশ সময় : ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসআরএস/অারআই