নেত্রকোনা: মোহনগঞ্জ উপজেলায় ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৬ পুরিয়া হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (০২ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) ভোর পর্যন্ত মাদক বিরোধী অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
এদের মধ্যে মো. মজিবুর রহমান (৪৩), মো. আলী আমজাদ চৌধুরীকে (৪২) পৌর এলাকার শিয়ালজানী খালের সেতু থেকে এবং কামাল পারভেজ (৪৫), ইকবাল হোসেন কমলকে (৩৫) পাইলট স্কুল সংলগ্ন জ্যোতি বাস কাউন্টারের পেছনের একটি ঘর থেকে আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ্ উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, মজিবুরের কাছ থেকে ৫৩ পিস ইয়াবা ও আমজাদের কাছ থেকে ৩৭ পুরিয়া হেরোইন এবং পারভেজের কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ও কমলের কাছ থেকে ৩৯ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরের মধ্যে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরএ