ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
সোনাগাজীতে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ফেনী: সোনাগাজীর ফেনী নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে ইলিশ সংরক্ষণ অভিযান ২০১৬ উপলক্ষে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব জাল জব্দ করে।

পরে সেগুলো মুহুরী স্লুইস গেট সংলগ্ন স্থানে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মুনিরুজ্জামান, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিনহাজুর রহমান, বিভাগীয় মৎস্য উপ-পরিচালকের দপ্তরের সহকারী পরিচালক মো. আবদুস সাত্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, মৎস্য অফিসার সৈয়দ মোস্তফা জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।