ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় অস্ত্রসহ সাত ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চাপাতি ও দু’টি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি, মিডিয়া) এস এম হাফিজুর রহমান আটকের বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি বলেন, বুধবার (০২ নভেম্বর) দিবাগত রাতে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ডাকাতরা হলেন- শহিদুল (২৫), নবী (২৮),ফয়সাল (২৭), সাগর (২০), আউয়াল (২৪), হারুন (৩৫) ও সুমন (২২)।
আটক ডাকাতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে বলেও জানান এসি হাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
পিএম/এএটি/বিএস