ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধের ভাস্কর্যের নিচেই মাদকের আড্ডা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
মুক্তিযুদ্ধের ভাস্কর্যের নিচেই মাদকের আড্ডা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম কমান্ডার চত্বরকে এই এলাকার প্রাণকেন্দ্র বলে মনে করা হয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে ১৬ ডিসেম্বর ২০১০ সালে তৎকালীন দুই সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে স্থানটিতে একটি ভাস্কর্য উদ্বোধন করেন।

এর ফলকে এলাকার ২২ জন শহীদের নাম-ঠিকানা স্থান পেয়েছে।

কিন্তু বর্তমানে রাত হলেই স্থানটি মাদকসেবী এবং ভরঘুরেদের আখড়ায় পরিণত হয়।

সরেজমিনে সেখানে গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে। গত মঙ্গলবার রাতে সেখানে প্রকাশ্যেই দেখা গেল সিরিঞ্জের মাধ্যমে নিজের শরীরে মাদক পুশ করছে এক যুবক।

এ ব্যাপারগুলো দেখারও কেউ নেই, বলারও যেন নেই কেউ। এলাকার ভেতরে এমনভাবে মাদক সেবনই প্রমাণ করে এ জেলার মাদকের অবস্থা কতটা ভয়াবহ।

অবিলম্বে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে এই মাদকের কড়াল গ্রাসে স্থানীয় যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।