নেত্রকোনা: নেত্রকোনায় লরিচাপায় সোমা আক্তার (১৪) নামে এক জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পরীক্ষা দিতে যাওয়ার সময় উত্তর বিশিউড়া সংসদ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সোমা আক্তার নেত্রকোনার দক্ষিণ বিশিউড়া গ্রামের রশিদ মিয়ার মেয়ে এবং দক্ষিণ বিশিউড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, সকালে সোমা জেএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল। পথে উত্তর বিশিউড়া সংসদ বাজারের কাছে একটি লরি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১১টার দিকে তার মৃত্যু হয়।
নেত্রকোনা মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বাংলানিউজকে জানান, লরিটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরএ