ঢাকা: ধর্ষণ প্রতিরোধে জনসাধারণকে সোচ্চার হতে হবে বলে মত দিয়েছেন শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শিশু ধর্ষণ, শিশু হত্যা ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
মুঈদ হাসান বলেন, যে নারীর গর্ভে আমাদের সবার জন্ম, সেই নারীকে কীভাবে নরপশুরা ধর্ষণ করে? যারা এমনটি করছে তারা সমাজের শত্রু।
সারাদেশে ক্রমেই বেড়ে গেছে ধর্ষণ-হত্যা, যার প্রতিরোধ এখনই দরকার মত দিয়ে তিনি বলেন, নারী ধর্ষণসহ শিশু নির্যাতন বাড়ছেই। কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না। আমাদের সোচ্চার হতে হবে। যারা ‘মা’ জাতির ওপর ঝাঁপিয়ে পড়বে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে।
নির্যাতনকারীদের দ্রুত বিচার করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, যারা নারীদের নির্যাতন করেছে তারা দেশ ও সমাজের শত্রু। কাজেই তাদের বিচার কার্যক্রম যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। প্রয়োজনে বিশেষ ক্ষমতাবলে বিচারের আওতায় আনতে হবে।
মানববন্ধনে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজসহ বিভিন্ন সংগঠনের শিশু সংগঠকরা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এসজে/এএটি/আইএ