ব্রাহ্মণবাড়িয়া: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর একটি পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া রসুরাজ দাসের (২৭) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
ধর্মীয় অবমাননার অভিযোগে গত শুক্রবার (২৮ অক্টোবর) নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রাম থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজি/টিআই