ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে তরুণী ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
ঢামেকে তরুণী ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি হবে

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তরুণী ধর্ষণের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক খাজা আব্দুল গফুর।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল গফুর বলেন, হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার সদস্যদের দ্বারা তরুণী ধর্ষণের খবর আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি।

এ ব্যাপারে কারও কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি।

সাংবাদিকদের প্রশ্নের এক পর্যায়ে উপ পরিচালক জানান, ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হবে। এ কমিটি শনিবার (০৫ নভেম্বর) থেকে কাজ শুরু করবে।

তরুণী ধর্ষণের ঘটনার জের ধরে ঢাকা মেডিকেলের হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত থাকা পুরোনো আনসার সদস্যদের সরিয়ে নতুন সদস্যদের আনা হচ্ছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালে আনাসার প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুল রউফ ও নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬

এজেডএস/এএটি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।