বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ৫শ’ গ্রাম হেরোইন ও ২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকার বাওড়ি মুড়ির মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার বাঁগআচড়া ইউনিয়নের বসতপুর গ্রামের সাদ আলী গাইনের ছেলে তাহাজ্জত হোসেন (২৮) এবং শার্শার সাতমাইল গ্রামের মোস্তাক মোল্লার ছেলে হাসান (৪০)।
পুলিশ জানায়, কয়েকজন মাদক ব্যবসায়ী ভারত থেকে মাদক এনে বেচা-কেনা করছে, এমন খবর পেয়ে পৃথকভাবে অভিযান চালায় পুলিশ। এসময় ৫শ’ গ্রাম হেরাইন ও ২শ’ পিস ইয়াবাসহ তাহাজ্জল ও হাসানকে আটক করা হয়।
শার্শার বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশসময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজেডএইচ/বিএসকে/আরএ