ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
মেহেরপুরে পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভ‍ুক্ত ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০২ নভেম্বর) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


 
গ্রেফতারকৃতদের মধ্যে জিআর মামলায় চারজন, নিয়মিত মামলায় দু’জন ও ভ্রাম্যমাণ আদালতে সাজার আদেশপ্রাপ্ত একজন আসামি রয়েছেন।

মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমানের নির্দেশে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল বাহার চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন।

এএসপি সার্কেল শেখ মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।