ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতির দায়ে বিচারক আমিনুল ইসলাম বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
দুর্নীতির দায়ে বিচারক আমিনুল ইসলাম বরখাস্ত

ঢাকা: অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির দায়ে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক এস এম আমিনুল ইসলামকে চাকরি থেকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে।
 
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক এস এম আমিনুল ইসলাম (বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত) এর বিরুদ্ধে ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির কারণে ২০১২ সালে মামলা দায়ের হয়। এরপর এ বিষয়ে শুনানিকালে তার বক্তব্য, তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হয়।
 
অভিযোগ প্রমাণিত হওয়ায় সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আমিনুল ইসলামকে দোষী সাব্যস্ত করে চাকরি থেকে বরখাস্ত (dismissal from service) করা হলো। ’

এর আগে ২৪ অক্টোবর অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা ও দায়রা জজ মো. রুহুল আমিন খোন্দকার এবং খুলনার সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ (আইন মন্ত্রণালয়ে সংযুক্ত) মঈনুল হককে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর  ০৩,২০১৬
ইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।