নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আব্দুর রহমান (২০) নামে হত্যা মামলার এক আসামিকে আটক করে থানায় সোপর্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর সদস্যরা।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সুলতানপুর গ্রামের মফিজ মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আবদুর রহমান ওই গ্রামের মফিজ উল্যা বাবুলের ছেলে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা রয়েছে।
র্যাব-১১, সিপিসি-৩, এএসপি কল্লোল কুমার দত্ত বাংলানিউজকে জানান, আবদুর রহমান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজি/আরএ