ময়মনসিংহ: শোক আর বিনম্র শ্রদ্ধায় ময়মনসিংহে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) এ দিবসটি উপলক্ষে সকালে শোক র্যালি, আলোচনা সভা ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ১১টার দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বের হওয়া শোক র্যালির নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান মিল্কী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, নগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা ইকরামুল হক টিটু, আওয়ামী লীগ নেতা আহাম্মদ আলী আকন্দ, কাজী আজাদ জাহান শামীম, বজলুর রশিদ নাসিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির হিমেল, মোস্তফা মামুনুর রায়হান অসিম, সৈয়দ নাসিম, মহানগর যুবলীগ নেতা শাহীনুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব, শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, ছাত্রলীগ নেতা তানভীর জোবায়ের ইসলাম তারিন, নওশেল আহম্মেদ অনি প্রমুখ উপস্থিত ছিলেন।
শোক র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ রোডের বাসভবনে গিয়ে শেষ হয়।
পরে মুজিব নগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাসায় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এর আগে, সকালে নগরীর শিববাড়ি রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এমএএএম/আরআইএস/এসএনএস