ঢাকা: গুলশান হামলার অস্ত্র সরবরাহকারী মিজানুর রহমানসহ (৩৪) নব্য জেএমবির চার সদস্যকে আটক করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বুধবার (০২ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক অন্য সদস্যরা হলেন- আবু তাহের (৩৭), সেলিম মিয়া (৪৫) ও তৌফিকুল ইসলাম ওরফে ডা. তৌফিক (৩২)।
এ সময় তাদের কাছ থেকে গ্রেনেড তৈরির মূল উপকরণ ৭৮৭টি ডেটোনেটর ও একটি ৯ এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মাসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, গুলশান হামলায় ব্যবহৃত গ্রেনেড তৈরির কাঁচামাল ও হ্যান্ডগানসহ (পিস্তল) অন্য অস্ত্রগুলো চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে সংগ্রহ করে হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরী ও মারজানের কাছে পৌঁছে দেয় মিজান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, আটকরা সবাই জেএমবি’র সক্রিয় সদস্য। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ভারতীয় সীমান্তে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের সঙ্গে জড়িত।
সম্প্রতি নব্য জেএমবি’র দেশব্যাপী হত্যাকাণ্ডে ব্যবহৃত গ্রেনেড তৈরির মূল উপকরণ ডেটোনেটর, জেল ও অস্ত্র তারা সরবরাহ করতো।
এ বিস্ফোরক ও অস্ত্র সংগ্রহের অন্যতম প্রধান চাঁপাইনবাবগঞ্জ এলাকার জেএমবি’র বর্তমান দায়িত্বশীল মিজানুর রহমান ওরফে বড় মিজান ওরফে তারা।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ঢাকায় নতুন করে কোন নাশকতা তৈরির লক্ষ্যে জেএমবি’র বর্তমান নেতৃত্বের নির্দেশ অনুযায়ী এ ডেটোনেটর ও অস্ত্র নিয়ে ঢাকায় আসা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
পিএম/জেডএস