ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
বরিশালে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে নূরজাহান আক্তার জিহান (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল পৌনে ৩টায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসিম তাকে মৃত ঘোষণা করেন।

মৃত নূরজাহান আক্তার জিহান (১৪) বানারীপাড়ার নরউত্তমপুর এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী নুরুল হকের মেয়ে। সে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ এবারের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

নূরজাহানের মা নাছিমা বেগম জানান, নূরজাহান জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বানারীপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে যায়। পরীক্ষা শেষ হওয়ার কিছু সময় আগে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নূরজাহান আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।