কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের চরমিলপাড়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী বিল্লাল হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, শহরের চরমিলপাড়ার শ্মশান এলাকায় হামিদুল-রশিদুল বাহিনীর সন্ত্রাসীরা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অভিযান চালায়। অভিযানে বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বিল্লালকে গ্রেফতার করা হয়। এ সময় অন্যান্য সদস্যরা পলিয়ে যান। পরে সেখান থেকে দেশীয় তৈরি একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, বিল্লালের বিরুদ্ধে মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজি