ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জের পূর্বাচল উপশহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
রূপগঞ্জের পূর্বাচল উপশহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজউক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে রাজউকের ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন বাংলানিউজকে বলেন, উচ্ছেদের আগেই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। নোটিশ দেওয়ার পরও অনেকে তাদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রাজউকের নির্বাহী প্রকৌশলী মনিরুল হক ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।