বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ১০ মণ জাটকাসহ ১৭ জনকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড। এসময় তাদের ব্যবহৃত পাঁচটি নৌকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার চরমোনাই কীর্তনখোলা নদীতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিদের বরিশাল সদরের ভূমি কর্মকর্তা ও সহকারী কমিশনার নাজমুল হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
পরে দুপুর ২টায় আদালতের বিচারক আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জনকে ৫ হাজার টাকা করে ৭০ হাজার টাকা জরিমানা, দু’জনকে দেড় বছর করে কারাদণ্ড ও একজনকে এক বছর এক মাসের কারাদণ্ড দেন।
অপরদিকে জব্দ জাটকাগুলো নগরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
মৎস্য অধিদপ্তর বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জিব স্বর্ণামত বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এমএস/বিএসকে/আরএ