ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হরিপুরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
হরিপুরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১০

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দীর্ঘ দিন থেকে চলে আসা জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে শাহজাহান আলী ওরফে মিলু নামে এক বৃদ্ধ ম‍ারা গেছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গেদুরা ইউনিয়নের উত্তর সোনামতি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানান, দীর্ঘ দিন ধরে আনছারডাঙ্গী গ্রামের সেন্টু মিয়ার সঙ্গে জামাল উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এদিন (বৃহস্পতিবার) সকালে সেন্টু মিয়া লোকজন নিয়ে ওই জমিতে ধান কাটতে গেলে বাধা দেয় জামাল উদ্দিন। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।

গেদুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত ব্যক্তিদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।