ঢাকা: স্বাধীনতার স্বপক্ষের শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সে জন্যই জাতীয় চার নেতাকে হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে জেল হত্যা দিবসের স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার পর ২১ বছর এই বাংলাদেশ শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। সমগ্র বাংলাদেশ ছিল একটা কারাগার। যখন থেকে জিয়া ক্ষমতায় এসেছে, দেশে প্রতি রাতে কারফিউ ছিল। কারফিউ গণতন্ত্র দিয়েছিল জিয়া। নির্বাচনকে কালো অধ্যায় করেছিলেন তিনি। হ্যাঁ, না ভোটে কোনো গণতন্ত্র রাখেননি।
‘এরপর বিএনপি এলো, সে আমলে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশের উন্নয়ন তো এ জন্যই হয়নি,’ যোগ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এমইউএম/আইএ