ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ভারতীয় মদসহ স্বামী-স্ত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
সিলেটে ভারতীয় মদসহ স্বামী-স্ত্রী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ চাটিবহর গ্রামের আত্রাইটিলা এলাকা থেকে ভারতীয় ৫১৪ বোতল অফিসার চয়েস মদের চালানসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুর ২টার দিকে মাদকের এ চালান জব্দ করা হয়।

    

আটকরা হলেন- খুরশিদ আলীর ছেলে বাদশা মিয়া (৩৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৩২)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েছ আলম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাটিবহর গ্রামের আত্রাইটিলার বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালায়ে গুদাম থেকে ৫১৪ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্ধ করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।     

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এনইউ/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।