ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
ধুনটে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলহত্যা দিবস উপলক্ষে ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

 

ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ জালাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বগুড়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন বাবলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার একেএম সুরতজ্জামান, সহ-কমান্ডার-সাংগঠনিক মোফাজ্জল হোসেন, সহ-কমান্ডার প্রকল্প সেকেন্দার আলী, সহ-কমান্ডার সোবাহান সরকার, সহ-কমান্ডার ক্রীড়া বদরুল আলম, সহ-কমান্ডার-অর্থ আশরাফুল ইসলাম, সদস্য সোলায়মান আলী।

এছাড়াও বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ড. শাহজাহান আলী তালুকদার, মুক্তিযোদ্ধা আজাহার আলী, হাফিজুর রহমান, মতিয়ার রহমান, আব্দুর রউফ খান, ওবায়দুর রহমান, ফেরদৌস আলম, হামিদুর রহমান, শামসুল হক, গোলাম ওহাব ও হাতেমুজ্জামান তালুকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজি/পিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।