ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

অনুভূতিতে আঘাতকারী কিছু পোস্ট করলেই ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
অনুভূতিতে আঘাতকারী কিছু পোস্ট করলেই ব্যবস্থা

ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেলে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক ও ব্যাঙ্গাত্মক আপত্তিকর ছবি এবং মন্তব্য পোস্ট করছে। যা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য দেশের সকলকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ। কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জাননো হয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এসজেএ/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।