মানিকগঞ্জ, ঢাকা: মানিকগঞ্জের সিংগাইরে মাহেন্দ্র গাড়ির ধাক্কায় বলধারা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (ইউপি) সদস্য মমতাজ বেগম নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৩ নভিম্বর) দুপুর সোয়া ১টার দিকে ডেফলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মমতাজ বেগম ওই ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামের সামেজ উদ্দিনের স্ত্রী। তিনি বলধারা ইউনিয়নের সাত, আট ও নয় নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে মমতাজ বেগম স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেনের মোটরসাইকেলে করে সিংগাইর যাচ্ছিলেন। পথে ডেফলতলা এলাকায় একটি মাহেন্দ্র গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মমতাজ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজি/আরএ