সিলেট: জেলহত্যা দিবস উপলক্ষে সিলেটে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বাদ জোহর হযরত শাহজালাল (র.) এর মাজার মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, অধ্যাপক জাকির হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
এনইউ/আরআইএস/আরআই