নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চেক জালিয়াতি ও টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত ৫ মামলার গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামি শ্যামল চন্দ্র দাস (৪০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেলে মহানগরের সিদ্ধিরগঞ্জ মসজিদ মাকের্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শ্যামল শহরের নন্দিপাড়া এলাকার অপেন্দ্র চন্দ্র দাসের ছেলে।
নারায়ণগঞ্জের সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম রেজা বাংলানিউজকে জানান, চেক জালিয়াতি ও টাকা আত্মসাত মামলায় ২০১২ সালে নারায়ণগঞ্জ আদালত তিনটি মামলায় বিভিন্ন মেয়াদে তাকে সাজা দিয়েছেন। তার বিরুদ্ধে আরো দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরআইএস/আরআই