যশোর: যশোরের চৌগাছায় আলমসাধুর (ইঞ্জিন চালিত ভ্যান) চাপায় দিপংকর (০৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে উপজেলার গুয়াতলী- ফাঁসতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিপংকর গুয়াতলী গ্রামের আশোক কুমারের ছেলে। সে গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে সহপাঠীদের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল দিপংকুর। পথে ফাঁসতলা মোড়ে এলে একটি আলমসাধু তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
ইউজি/আরবি