নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় মেয়ের বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে উপজেলার চকমহাপুর গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম এ নির্দেশ দেন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, চকমহাপুর গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে রাজশাহী জেলার বাঘা উপজেলার এক ছেলের বিয়ে ঠিক হয়। দুপুরে এ বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে অভিযান চালায়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবাকে এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও নাবালিকা মেয়েকে বিয়ে না দেওয়ার নির্দেশ দেন। এ খবর পেয়ে বর পক্ষ আর বিয়ে বাড়িতে আসেনি।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজি/পিসি