রাজশাহী: ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা সভাপতি নাসির উদ্দিনকে (২৫) গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ।
গ্রেফতারের পর বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত বুধবার (০২ নভেম্বর) রাত ১২টার দিকে মহানগরীর একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার নামে থানায় নাশকতার একাধিক মামলা আছে।
নাসির উদ্দিন রুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১২তম সিরিজের শিক্ষার্থী। তার বাড়ি কুড়িগ্রামে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ০৩ ২০১৬
এসএস/আরআইএস/আরআই