সিলেট: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) আদালতে সাক্ষ্য প্রদান করেন ঘটনার প্রত্যক্ষদর্শী মো.জাবেদ আলী, গ্রেনেড হামলায় আহত ফরিদ মিয়া ও এ ঘটনায় নিহত আব্দুর রহিমের চাচাতো ভাই সিরাজ আলী।
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের সাক্ষ্যগ্রহণ করেন বিচারক মো. মকবুল আহসান।
সাক্ষ্যগ্রহণকালে উপস্থিত ছিলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র জিকে গৌসসহ ১৩ আসামি।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কিশোর কুমার কর বাংলানিউজকে বলেন, মামলায় ১৭১ সাক্ষীর মধ্যে এ নিয়ে মোট ৩৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ৯ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধায্য করেছেন বিচারক।
তিনি বলেন, বুধবার (০২ নভেম্বর) এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করাছিলো। কিন্তু সাক্ষী হাজির না হওয়ায় পরবর্তীতে বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করা হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন। ওই হামলায় আহত হন ৪৩ জন।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এনইউ/ওএইচ/আরআই