খাগড়াছড়ি: ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় তিন নেতার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ও পানছড়িতে হরতাল পালিত হয়েছে।
পিসিপির কেন্দ্রীয় সহ সভাপতি বিনয়ন চাকমা, সাধারণ সম্পাদক বিপুল চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমার মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। তবে শহরে যান চলাচল স্বাভাবিক ছিল।
এদিকে, খাগড়াছড়িতে সাপ্তাহিক হাট বাজার হলেও অবরোধের কারণে দূর-দূরান্ত থেকে কৃষকরা উৎপাদিত কৃষি পণ্য আনতে পারেননি।
অপরদিকে, পানছড়িতে হরতালের কারণে বন্ধ ছিল সব ধরনের দোকানপাঠ। চলেনি কোনো ধরনের যানবাহন। শহরতলীর বিভিন্ন জায়গায় চোরাগুপ্তা পিকেটিং করেছে পিসিপির নেতাকর্মীরা। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকালে জেলা সদরের জামতলী এলাকায় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া সড়ক অবরোধ ও হরতালকে কেন্দ্র করে জেলা জুড়ে জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয় পুলিশি টহল।
এদিকে, এক বিবৃতিতে পিসিপি সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুনায়ন চাকমা কর্মসূচি সফল করায় সবাইকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরবি/আরএ