ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্য পরীক্ষা করাতে প্রধানমন্ত্রী গাজীপুর যাচ্ছেন শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
স্বাস্থ্য পরীক্ষা করাতে প্রধানমন্ত্রী গাজীপুর যাচ্ছেন শুক্রবার ছবি: ফাইল ফটো

গাজীপুর: স্বাস্থ্য পরীক্ষা করাতে শুক্রবার (০৪ নভেম্বর) গাজীপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর গাজীপুর যাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য পরীক্ষা করাতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে আসবেন।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেলে জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরির্দশক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, প্রধানমন্ত্রীর আসা উপলক্ষে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরএস/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।