চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে তারিকুল ইসলাম (২২) নামে এক যুবকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুন উজ্জামান এ নির্দেশ দেন।
তারিকুল শহরতলীর ভিমরুল্লা এলাকার ইসরাইল আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে তারিকুল ছাত্রীটিকে উত্ত্যক্ত করছিলেন। দুপুরে তরিকুল তাকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করেন ও স্কুলে যাওয়ার পথে যৌন হয়রানি করে বলে অভিযোগ ওঠে।
পরে এ ঘটনাটি ছাত্রীর বাবা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে জানান। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তারিকুলকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এক বছরের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজি/পিসি