চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলায় সরকারিভাবে ১৩০ ভূমিহীনকে ১২০ একর খাস জমির বন্দোবস্ত দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করেছে উপজেলা ভূমি অফিস।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল সদর উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ে ভূমিহীনদের হাতে জমির কবুলিয়ত হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান, সদর উপজেলা ভূমি কর্মকর্তা উদয়ন দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজি/পিসি