ঢাকা: রাজধানীতে ছয়টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) এপিবিএন ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) আমিরুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান, ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিম, মোছা. তাছলিমা আকতার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. আব্দুল মজিদ, সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল, বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা রেজওয়ানুল হক ও শহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান- বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে বিএসটিআইয়ের অনুমোদনহীন কাপড় আমদানি ও বিক্রয় করায় রাজধানীর বনশ্রীতে অবস্থিত ‘TOP TEN ফেব্রিক্স’ এর ম্যানেজার আতাহারুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করেন ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাছলিমা আকতার।
তিনি আরও জানান- নোংরা পরিবেশ ও অবৈধ প্রক্রিয়ার খাবার পণ্য তৈরি ও পরিবেশন করায় মিরপুর ১০ নম্বর অবস্থিত ‘মুসলিম সুইটস অ্যান্ড বেকারি’র ব্যবস্থাপক আবু সাঈদকে এক লাখ টাকা, এবং ‘ফোর স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ একই অপরাধে ব্যবস্থাপক আপেল মোহাম্মদ সম্রাটকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মিরপুর-৬ নম্বরে নোংরা পরিবেশ ও ধার্য্যকৃত মূল্যের অতিরিক্ত মূল্যে খাবার পণ্য বিক্রয় করায় ‘Bay Leaf Restaurant’ এর ব্যবস্থাপক আবু তাহেরকে ২৭ হাজার টাকা এবং ‘জিনলিয়া রেস্টুরেন্ট’ এর ব্যবস্থাপককে ৫ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. আব্দুল মজিদ ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।
এর আগে বুধবার (০২ নভেম্বর) গুলশান-২ নম্বরের রব টাওয়ারে অবস্থিত ‘স্বপ্ন সুপার সপ’ বিএসটিআই অনুমোদনহীন পণ্য যেমন, pears সাবান, Mango আচার, NIDO দুধ, Pringles চিপস, TRES লোশন, Jengens ক্রীম, Haldihams চানাচুর, Sunsilk শ্যাম্পু ইত্যাদি বিক্রয় করায় ব্যবস্থাপক শামুয়েল কস্তাকে ২ লাখ টাকা জরিমানা করেন ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিম।
ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পুলিশ সুপার মো সাইদুর রহমান।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
ওএইচ/আরআই