ধামরাই: ধামরাইয়ে মাদক সেবনের দায়ে মো. আমির আলী (৩০) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত আমির ধামরাই সদর ইউনিয়নের স্বর্ণখালী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
ধামরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খন্দকার নাজমুল হুদা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে স্বর্ণখালী এলাকায় অভিযান চালানো হয়। এসময় মদক সেবনরত অবস্থায় আমিরকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ দণ্ড দেন।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরবি/পিসি