কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় বজ্রপাতে আক্তার হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
এসময় মো. মাসুদ হোসেন (২৫) নামে এক মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেলে উপজেলার দেওড়া গ্রামে এ দুঘর্টনা ঘটে।
আক্তার উপজেলার করিয়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। আহত মাসুদ উপজেলার দেওড়া গ্রামের মো. আনিছুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে মাসুদ ও আক্তার দেওড়া দক্ষিণপাড়ায় একটি পুকুরে মাছ ধরতে যান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আক্তারের মৃত্যু এবং মাসুদ গুরুতর আহত হন।
এ অবস্থায় মাসুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরবি/পিসি