ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের মতবিনিময় 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের মতবিনিময়  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: কেচোঁ কম্পোস্ট ভিলেজ পরিদর্শন ও কৃষক কৃষাণীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা ছোট বালিয়া জঙ্গলীপাড়া এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সেখানে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারন বিভাগের প্রকল্প পরিচালক (সাইট্রাস) ফরিদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক দিনাজপুর জুলফিকার হায়দর, উপ-পরিচালক রেফায়তুল ইসলাম, ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আরশেদ আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, বালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকি মুক্তি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম।

এ সময় কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান।

পরে মহাপরিচালক কেচোঁ কম্পোস্ট উদ্বোধন ও এলাকা পরিদর্শন করেন। এ সময় আমন ধান কাটার উদ্বোধন করেন তিনি।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।