দিনাজপুর: দিনাজপুরের কাহারোলে হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি চাল বিতরণের ৪৯৫টি কার্ড বাতিল করা হয়েছে।
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি হওয়ায় ৪৯৫টি কার্ড বাতিল করা হয়।
এর আগে উপজেলার ৬টি ইউনিয়নের জন্য ৭ হাজার ১৫০টি হতদরিদ্র পরিবারকে ১০ টাকা কেজি মূল্যের চালের কার্ড বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল মোস্তফা বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, উপজেলায় ৬টি ইউনিয়নের জন্য ৭ হাজার ১৫০টি কার্ড সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়। কার্ডের তালিকা প্রণয়নের সময় স্বচ্ছ ব্যক্তির নাম তালিকায় উঠে আসাসহ বিভিন্ন অভিযোগ ওঠে।
অভিযোগের ভিত্তিতে তালিকা বাছাইয়ের পর উপজেলার ৬টি ইউনিয়নের ১ নম্বর ডাবোর ইউনিয়নে ১৪৭টি, ২ নম্বর রসুলপুর ইউনিয়নে ৮৪টি, ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নে ৭টি, ৪ নম্বর তাড়গাঁও ইউনিয়নে ১৬২টি, ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নে ৬৪টি ও ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নে ৩১টি কার্ড বাতিল করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরবি/পিসি