নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেফতার হওয়া দুই যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে সজিব (২৪) ও একই এলাকার তারা মিয়ার ছেলে পারভেজ (২৮)।
নাহিদা বারিক বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জে যে পরিমাণ মাদকের বিস্তার হচ্ছে তার চেয়ে বেশি প্রশাসন সোচ্চার রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত মাদকসহ এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করছে।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরআইএস/এসএইচ